শিবচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মাদারীপুরের শিবচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শিবচরের নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট শিবচর উপজেলা শাখার সভাপতি মোঃ আতাহার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোঃ আবুল কালাম আজাদ,শরিয়তপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টিমের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল হক মিয়া।
প্রধান অতিথি হাওলাদার আবুল কালাম আজাদ বলেন,আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাদারীপুরের সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় শিক্ষক কর্মচারীদের চাকুরির নিরাপত্তা,আর্থিক নিরাপত্তা এবং চাকুরী জাতীয়করনের এক দফা আনদোলনের কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যদি বিজয়ী করেন,তাহলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করন করবে,ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি অধ্যক্ষ আব্দুল হক মিয়া বলেন,বাংলাদেশে বেসরকারী স্কুল,কলেজ,পলিটেকনিক ইনস্টিটিউট এবং মাদ্রাসাকে জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর দেশনেত্রী বেগম খালেদ জিয়া ২০০২ সালে ১০০% সরকারি কোষাগার থেকে বরাদ্দ দেন।বিএনপি সরকারের আমলে মাধ্যমিক শিক্ষায় অকল্পনীয় গতি আসে।কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলে।বিদেশে থেকে শিক্ষা ব্যবস্থা আমদানি করে,শিক্ষা কাঠামো আমদানি করে।জাতি ধ্বংসের নীল নকশায় তারা মেতে উঠেছিল।আল্লাহপাকের অশেষ রহমতে ৫ আগস্ট খুনি হাসিনাকে বিদায় করে নতুনভাবে শিক্ষা ব্যবস্থা প্রাণ ফিরে পেয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল করিম,মাদারীপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবু বকর মিয়া,সহ-সভাপতি মাস্টার আনোয়ার হোসেন,শিবচর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অর্থ বিষয়ক সম্পাদক তৌহিদ হোসেন,শিবচর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রচার-সম্পাদক আহসান হাবীব (শাহীন)সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ভিওডি বাংলা/ এমএইচ