ঢাকা মহানগরের অধিকাংশই মন্দির ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার


ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, এ বছর ঢাকা মহানগরে ২৫৪ টি মন্ডপে উদযাপিত হচ্ছে দুর্গা পূজা। পূজা মন্ডপগুলোকে ৪টি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রতিটি সেশনে ১১-৫০ জন নিরাপত্তার দায়িত্বে থাকবে। ২২০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন। বিসর্জনের সময় বিভিন্ন ফোর্সের ২৪০০ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়ন থাকবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে। যানজট নিরসনেও উদ্যোগ নেয়া হয়েছে।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ থেকেই পূজা মন্ডপগুলো ভিজিট করবেন বলে জানান, পুলিশের এই কর্মকর্তা। গেলো বছর যে পরিস্থিতি ছিল, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে। আশা করি এবার নিরাপত্তাজনিত সমস্যা থাকবে না। দুষ্কৃতিকারীরা যেন কু-মতলব আঁটতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি পূজা মন্ডপের লোকদেরও সচেতন থাকতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, অপতথ্য প্রতিরোধে সাইবার পেট্রোলিং টিম থাকবে, পূজা মন্ডপ খালি না রাখার জন্যে পূজা উদযাপন কমিটিকে আহ্বান করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ২ জন করে পূজা কমিটির লোক রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা