• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডট বাংলা ও ডট বিডি শিগগিরই উন্মুক্ত হবে

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
‘ডট বাংলা’ ও ‘ডট বিড’ ডোমেইন। সংগৃহীত ছবি

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, মিলিয়নের বেশি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও স্বার্থান্বেষী মহলের কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে মাত্র ৪৫ হাজার সাইট হোস্টেড আছে, যার মধ্যে প্রায় ৩৭ হাজার সরকারি প্রতিষ্ঠানের। ফলে এ খাতে প্রত্যাশিত সাফল্য আসেনি।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন উন্মুক্ত করা হবে। রেজিস্ট্রি রাইট বিটিআরসি ও বিটিসিএলের কাছে রেখে রিসেলারদের জন্য সুযোগ তৈরি করা হবে। এজন্য ইতিমধ্যে এপিআই ডেভেলপ করা হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, এ পদক্ষেপের ফলে ‘ফরেন কারেন্সি ড্রেইন’ আংশিকভাবে হলেও কমে আসবে।

তিনি আরও জানান,

ডট জিওভি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে।

ডট এডু শুধুমাত্র স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা যেতে পারে।

ডটকম, ডটবিডি রিসেলারদের জন্য খোলা হবে।

ডট ওআরজি, ডট বিডিসহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইনের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে অ্যাপল ওয়াচে
এখন হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে অ্যাপল ওয়াচে
তরুণদের নতুন প্রেমের ঠিকানা: ফেসবুক ডেটিং
তরুণদের নতুন প্রেমের ঠিকানা: ফেসবুক ডেটিং
গুগল ম্যাপে আসছে বিদ্যুৎ-সাশ্রয়ী নতুন ফিচার
গুগল ম্যাপে আসছে বিদ্যুৎ-সাশ্রয়ী নতুন ফিচার