• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছেলে হত্যার বিচার চেয়ে পোস্টার সাঁটালেন বাবা

কুষ্টিয়া প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ছেলে হত্যার বিচার আর আসামীদের ফাঁসির রায় দেখে যেতে চান হৃদয়ের বাবা ইউনুস আলী। একমাত্র ছেলেকে একটি ব্যাটারি চালিত ভ্যানের জন্য হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের ফাঁসির দাবিতে গ্ৰামে- গ্ৰামে পোস্টার সেঁটে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন নিহতের বাবা ইউনুস আলী। ছেলের মৃত্যুর পর থেকে পরিবারটি শোকের ছায়ায় আচ্ছন্ন।

শুক্রবার বিকেলে কুমারখালী বাজারে ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে পোষ্টার সাঁটেন নিহত হৃদয়ের বাবা ইউনুস আলী। শুধু মাত্র ভ্যান চুরির জন্য একজন ছোট মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী।

উল্লেখ্য, গত (১৮  আগষ্ট) কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের গলাকাটে হত্যা করা হয় । লাশটি জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরি মধ্যে হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাকিব, মাহফুজ, জীবন, জিহাদ।

হৃদয় এর বাবা ইউনুস বলেন,  ভ্যান নিয়ে বাড়ি থেকে হয় হৃদয়। রাতে সে বাড়ি না ফিরলে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে। তবুও তাকে না পেয়ে  কুমারখালী থানায় অভিযোগ দেয়। এরপর সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর পদ্মানদী পাড়ের বাগানে ঘাস কাটতে গিয়ে একটি গলা কাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ছেলে হত্যার বিচার আর আসামীদের ফাঁসির রায় দেখে যেতে চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, শুধু মাত্র একটা ভ্যানের জন্য এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এরি মধ্যে গ্রেফতার করা হয়েছে। এখন এই মামলাটি বিচারাধীন রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইন অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০