• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটবলকে বিদায়ের ঘোষণা সার্জিও বুসকেটসের

স্পোর্টস ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পি.এম.
ইন্টার মায়ামির স্প্যানিশ ফুটবলার সার্জিও বুসকেটস। সংগৃহীত ছবি

বার্সেলোনা ও স্পেনের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এখন ইন্টার মায়ামির হয়ে পড়ন্ত বেলায় খেলছেন সার্জিও বুসকেটস। তবে এবার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন এই স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার।

নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বুসকেটস বলেন, “এটি ছিল অবিশ্বাস্য এক যাত্রা। আমি অনুভব করছি, বিদায় বলার সঠিক সময় এসে গেছে। যে ২০ বছরের অসাধারণ সময় কাটিয়েছি, তার শেষ প্রান্তে পৌঁছেছি। মাঠে এটি আমার শেষ মাস। আমি খুশি, তৃপ্ত এবং কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ, শিগগিরই দেখা হবে।”

সম্প্রতি তার অবসরের গুঞ্জন জোরালো হয়েছিল। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। ইন্টার মায়ামির হয়ে প্রথম এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে আছেন তিনি। টুর্নামেন্ট শেষে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হবে। এ পর্যন্ত মায়ামির হয়ে ৬৯ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।

বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে বুসকেটস খেলেছেন ৭২২ ম্যাচ। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগাসহ অসংখ্য শিরোপা। স্পেন জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৩ ম্যাচ। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে বুসকেটস জিতেছেন লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড। চলতি মৌসুমে এমএলএস কাপ জিতেই ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
শেষ মুহূর্তে আর্জেন্টিনার নাম প্রত্যাহার
শেষ মুহূর্তে আর্জেন্টিনার নাম প্রত্যাহার
আর্জেন্টিনা বছরের শেষ ম্যাচে মাঠে, খেলবেন মেসি
আর্জেন্টিনা বছরের শেষ ম্যাচে মাঠে, খেলবেন মেসি