• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দীঘিনালায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আপ্যায়ন কুলিং কর্নারের সামনে এ ঘটনা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানার টহল পুলিশ।

আটককৃত মো. রাজ্জাক বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় মামলা দ্বায়ের করেন।

তবে পরিবারের লোকজন দাবি করেন, রাজ্জাক মানসিক প্রতিবন্ধী। 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
             
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন