• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে জামায়াত নেতার হামলায় যুবদল নেতা আহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পি.এম.
যুবদলের নেতা মিজানুর রহমান। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে জামাত নেতার অতর্কিত হামলায় উপজেলা যুবদলের নেতা মিজানুর রহমান গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। 

ঘটনা সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার উপ- পরিদর্শক বিভাষ কুমার সাহা জানান, বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী (ইউএনও) ওসি রয়েছে। অত্র এলাকা পুলিশের নিয়ন্ত্রণ আছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল স্থানীয় জামাতের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে জামাতের নেতা কর্মীরা বিএনপির বিরুদ্ধে  অশ্লীল ভাষায় গালাগালি করে বলে দাবি করেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। 

ওই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চাম্বল ইউনিয়নের যুব বিভাগের সভাপতি কপিল উদ্দিনের নেতৃত্বে বাঁশখালী উপজেলার যুবদল নেতা মিজানুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত মিজানুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যব্রত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে।  

চাম্বল ইউনিয়নের মৎস্যজীবি দলের যুগ্ম সম্পাদক মোঃ পারভেজ জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় চাম্বল বাজার এলাকায় মিজানসহ স্থানীয় বিএনপি'র কিছু নেতাকর্মী অবস্থান করলে পিছন থেকে অতর্কিতভাব চাম্বল ইউনিয়ন জামাত নেতা ইরান চৌধুরী, কপিল, রিপন, রহিমের নেতৃত্বে যুবদল নেতা মিজানের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায়  মিজানুর রহমান গুরুতর আহত হয়েছে। 

এই বিষয়ে জামাত নেতা ইরান চৌধুরীর সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাম্বল এলাকায় এক যুবদলের কর্মী আহত হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে! দোষীদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ
রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ