• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা: খালিদ হোসেন

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাসের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন— “আমাদের দেশে ধর্ম-বর্ণ ও বিভিন্ন জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে সহাবস্থান করছে। এ ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য লালন করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে সম্প্রীতির বন্ধন বিনষ্ট না হয়।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খাগড়াছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, “যাদের দ্বিতীয় ঠিকানা বিদেশে, তাদের দেশপ্রেমের ঘাটতি আছে। কিন্তু আমরা যারা এই দেশে আছি, আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ। আসুন, সবাই মিলে সৎ উপার্জন করি। যারা ধর্মীয় উপসনালয়গুলো অপবিত্র করার চেষ্টা করবে, তাদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি জানান, দুর্গাপূজা উদযাপনের জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৭৫ লাখ টাকা এবং সমতলের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কঠিন চীবর দান উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি টাকা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল ও জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।

এর আগে প্রধান অতিথি মানিকছড়ি দারুল ইহসান মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) সেমিনার ও দোয়া মাহফিলে যোগ দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালি
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালি