• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনার পতন আন্দোলনে মহিলা দলের সক্রিয় ভূমিকা ছিল: আফরোজা আব্বাস

টাঙ্গাইল প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পি.এম.
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জুলাই বিপ্লবসহ হাসিনার পতন আন্দোলনে প্রতিদিন মহিলা দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিলেন। ভবিষ্যতে নির্বাচনসহ যেকোনো জাতীয় প্রয়োজনে ভূমিকা রাখতে সংগঠন প্রস্তুত রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস আরও বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পাশাপাশি মহিলা দলও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আমরাও তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত আছি।

তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল পিআরের নামে মাঠে নামছে, যা আসলে দ্বিচারিতা।

সভায় জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন নয়, বিচার চাই: আখতার
হাদির গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন নয়, বিচার চাই: আখতার
পুলিশ ব্যর্থ হলে জনগণকে নিয়েই প্রতিরোধ করব
নাহিদ ইসলাম পুলিশ ব্যর্থ হলে জনগণকে নিয়েই প্রতিরোধ করব
প্রাণীপ্রেম মানবতারই অংশ: রিজভী
প্রাণীপ্রেম মানবতারই অংশ: রিজভী