• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর হবে কিনা-সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করাই উত্তম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন-সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে সরকারের কম কথা বলাই ভালো।’

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব আরও বলেন, ‘জরিপের পরিসংখ্যানই প্রমাণ করে জনগণের আস্থা সরকারের প্রতি রয়েছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়ার অর্থ সামনের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক।’

তিনি যোগ করেন, ‘বাংলাদেশের কারও সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। সবাই ভোট দিতে এলে ভোট ভালো হওয়াই স্বাভাবিক।’

ইনোভেশনের জরিপে দেখা যায়, দেশে আগামী নির্বাচনে পিআর ব্যবস্থা সম্পর্কে অবগত নন ৫৬ শতাংশ মানুষ। পিআর চান ২১ দশমিক ৮ শতাংশ, আর চান না ২২ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।

জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন। তাদের মধ্যে ৬৯ দশমিক ৯ শতাংশ মনে করেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু অংশগ্রহণকারীরা এ বিষয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মতামত দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪