• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাইরাং আব্বাসপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রওজাতুল উলুম মাদরাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে বাঁশখালী প্রধান সড়কের পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আব্বাসপাড়া পযর্ন্ত ২ কিলোমিটার সড়ক সংস্কারে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। 

এতে বক্তারা বলেন, পূর্ব পাইরাং এলাকার ১০ হাজার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়ক দীর্ঘ ১৭ বছরে সংস্কার করা হয়নি। এই সড়ক দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শত শত ছাত্রছাত্রী ছাড়াও এলাকার কৃষক, ব্যবসায়ী সাধারণ মানুষ যাতায়াত করেন। তারা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানান।

স্থানীয় সমাজসেবক মোহাম্মদ আজগর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক ও সরল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমির হোসাইন, সিরাজুল মোস্তফা, ইউনুস তালুকদার, আবদুল মানিক, মোহাম্মদ রফিক প্রমুখ।


 ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত