• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিবিয়ায় গুলিতে আহত মাদারীপুরের নিখোঁজ যুবক

মাদারীপুর প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

লিবিয়ায় গুলিতে আহত হওয়ার ১১ দিন ধরে কোনো খোঁজ নেই মাদারীপুরের যুবক জীবন ঢালীর (২২)। যে জীবিত না মৃত সেই অনিশ্চয়তায় ভেঙে পড়েছে পরিবার।

নিখোঁজ জীবন ঢালী সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়ার গ্রামের বাসিন্দা কালাম ঢালীর ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, প্রায় ৬ মাস আগে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য রাসেল খানের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পৌঁছান জীবন। সেখানে দালালচক্র তাকে জিম্মি করে পরিবারের কাছ কয়েক লাখ টাকা আদায় করে।   

পরবর্তীতে গত ৮ সেপ্টেম্বর লিবিয়ার একটি ঘরে আটক থাকা বিভিন্ন দেশের যুবকদের লক্ষ্য করে মাফিয়ারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে জীবন ঢালী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকেই তার খোঁজ মিলছে না।
 
পরিবার জানিয়েছে, দালালচক্রের ভয়ভীতি আর চাপের কারণে তারা খোলাখুলি কথা বলতে পারছেন না।
 
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “লিবিয়ায় গুলিতে আহত যুবকের খোঁজ না মেলার খবর পাওয়ার পর পুলিশ তার বাড়িতে যায়। কেউ কেউ বলছে তিনি মারা গেছেন, আবার কেউ বলছে নিখোঁজ রয়েছেন। তবে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিওডি বাংলাতে সংবাদ প্রকাশের পর চরআলগি পরিদর্শনে প্রশাসন
ভিওডি বাংলাতে সংবাদ প্রকাশের পর চরআলগি পরিদর্শনে প্রশাসন
বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
রাজবাড়ী-২ বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
দরিদ্র শিশুর অভিভাবকদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ
মধুপুরে দরিদ্র শিশুর অভিভাবকদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ