• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐকমত্যেই সম্ভব সুষ্ঠু নির্বাচন: বদিউল আলম

মেহেরপুর প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
মেহেরপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সংগৃহীত ছবি

ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিম্নকক্ষ আসনভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হওয়া উচিত। এর ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও গণতান্ত্রিক কাঠামো জোরদারে এ ধরনের সংস্কার প্রয়োজন।

এ সময় দি হাঙ্গার প্রজেক্ট, ইয়ুথ লিডার এবং সুজনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগের দিন (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আরেক অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আইনি কাঠামো ঠিক থাকলেও গত তিন নির্বাচনে দুর্নীতি হয়েছে। তাই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতন্ত্র পুনর্গঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির
টিভিতে নির্বাচনী প্রচার সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
ডিজিটালাইজেশনে দুর্নীতি-ভোগান্তি কমেছে: আসিফ নজরুল
ডিজিটালাইজেশনে দুর্নীতি-ভোগান্তি কমেছে: আসিফ নজরুল