ইটনায় ৭২ বস্তা সরকারি চালসহ মাঝি আটক


কিশোরগঞ্জের ইটনায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৭২ বস্তা চাল ও ট্রলারসহ তিন মাঝিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বাদলা বাজার এলাকা থেকে এ চাল জব্দ করা হয়।
আটক মাঝিরা হলেন-মৃগা ইউনিয়নের আব্দুর রহিম কাজীর ছেলে আজহারুল ইসলাম লেলিন (৪০), এখলাছ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া (২৪) এবং আজিজুল মিয়ার ছেলে সাইদুল মিয়া (১৯)।
পুলিশ জানায়, তাড়াইল বাজারে চাল পাচারের সময় বাদলা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ এসব চাল জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চালগুলোর ডিলার হলেন মৃগা ইউনিয়নের জানু মিয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওএমএস লাইসেন্স সংগ্রহ করে ডিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি নির্ধারিত মূল্যে দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ না করে সহযোগীদের মাধ্যমে পাচারের চেষ্টা করছিলেন। তবে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ডিলার জানু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
বাদলা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সামাদ বলেন, “৭২ বস্তা চালসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে। এগুলো সরকারি চাল নাকি ব্যক্তিমালিকানাধীন চাল, যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে।”
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, ঘটনাস্থল থেকে চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইটনা উপজেলার উপ-খাদ্য পরিদর্শক সজল সরকার বলেন, “আটক চালগুলো সরকারি ওএমএসের। তবে বস্তাগুলো হাতে সেলাই করা।”
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, “উদ্ধারকৃত চাল সরকারি। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে থানায় নির্দেশ দেওয়া হয়েছে।”
ভিওডি বাংলা/জা