বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে জরিমানা আদায়


বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনায় ৯টি মামলায় ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা সদর এম এম টাওয়ার সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান (এস), বিএন (পি নং ৩৪৯৯) এর নেতৃত্বে ৯ সদস্যের একটি সেকশন এবং বরগুনা সদর ট্রাফিক পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
চেকপোস্ট চলাকালীন বাস, মিনি ট্রাক, মাহিন্দ্রা, মোটরসাইকেল (হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যাচাই) ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে মোটরসাইকেল ২২৯টি, সিএনজি ১২টি, মিনি ট্রাক ২টি, বাস ১টি, প্রাইভেটকার ৫টি এবং অটোরিকশা ৯টি যানবাহনকে থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়।
এ সময় আইন ভঙ্গের দায়ে ৯টি মামলার মধ্যে মোটরসাইকেল ৭টি ও সিএনজি ২টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলার বিপরীতে সর্বমোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যৌথবাহিনীর এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান সড়ক দুর্ঘটনা হ্রাস ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।
ভিওডি বাংলা/ এমএইচ