• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন  ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ইন্ডিয়া হাউসে আয়োজিত অনুষ্ঠানে তার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য কামনা করে প্রণয় ভার্মা বলেন, ‍“ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো গভীর বন্ধন ভারত ও বাংলাদেশকে এক করেছে। ক্রিকেটও দুই দেশের জনগণকে দৃঢ়ভাবে যুক্ত করছে।”

তিনি আরও বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ অগ্রগতি করেছে। উচ্চমানের ক্রিকেট খেলে তারা দেশকে গর্বিত করছে। নারী ক্রিকেটাররা নারীর ক্ষমতায়ন ও যুবশক্তির প্রতীক, যারা দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং আসন্ন বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া শাথিরা জাকির জেসি উপস্থিত ছিলেন। তিনিই হবেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি আইসিসি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন।

উল্লেখ্য, আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারের আসরের আয়োজন করছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলও এই বিশ্বকাপে অংশ নিতে সেখানে যাচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ দেখবেন যেভাবে
ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ দেখবেন যেভাবে
মেসির গোলেও জিততে পারেনি ইন্টার মায়ামি
মেসির গোলেও জিততে পারেনি ইন্টার মায়ামি
বাংলাদেশে আয়ারল্যান্ডের পরবর্তী সিরিজের সম্পূর্ণ সূচি প্রকাশ
বাংলাদেশে আয়ারল্যান্ডের পরবর্তী সিরিজের সম্পূর্ণ সূচি প্রকাশ