• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ইবি বিএনসিসি সেনা প্লাটুনের দায়িত্বে মোসাদ্দেক-অদিতি

ইবি প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পি.এম.
মোসাদ্দেক-অদিতি। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অদিতি ডালি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুন্দরবন রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

জানা গেছে, আগামী ১ বছরের জন্য তারা সুন্দরবন রেজিমেন্টের ২৪নং ব্যাটালিয়নের ডেলটা কোম্পানির অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় মেইল এবং ফিমেল প্লাটুনের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল পদোন্নতি হয় মো. মহিউদ্দিন  সুইটি পাল এবং ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদোন্নতি পেয়েছেন মো. নাফিজ আহমেদ ও উম্মে হাবীবা রৌজা ও মায়িশা ফারজানা। 

গত আগস্টে ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষায় লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সার্জেন্ট পদে মনোনীত হন সার্জেন্ট মোসাদ্দেক হোসেন ও সার্জেন্ট অদিতি ঢালী। 

এবিষয়ে মোসাদ্দেক হোসেন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'সার্জেন্ট হিসেবে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে, ক্যাডেটরা যেন এথিকস বজায় রেখে নিজেদের আরও দক্ষ ও চৌকস প্রমাণ করতে পারে। সবার দোয়া কামনা করছি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।'

উল্লেখ্য যে , মোসাদ্দেক হোসেন এবং অদিতি ঢালি উভয়ে ১টি ব্যাটালিয়ান ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, ইবিতে ২০২৩ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস , ২০২৪ সালের ২৬ মার্চের স্বাধীনতা দিবস প্যারেড ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেড, ২০২৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা কারসাজির ‘ক’ও বুঝি না: রাবি উপাচার্য
আমরা কারসাজির ‘ক’ও বুঝি না: রাবি উপাচার্য
ঢাবিতে দোকানদারকে জরিমানা করল ভিপি
ঢাবিতে দোকানদারকে জরিমানা করল ভিপি
ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক
ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক