• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ব্রাহ্মণবাড়িয়ায় বার্ষিক পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক প্রিন্স মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা, ইউএনডিপি প্রোজেক্ট এনালাইস্ট সিলভা ডি, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমির আলী, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। এসময় আরও উপস্থিত ছিলেন জেলার উপজেলা সমন্বয়কারী এবং ৫০ টি ইউনিয়নের চেয়ারম্যান/ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মেরাজুল ইসলাম সভায় জেলার গ্রাম আদালতের গত এক বছরের কার্যক্রম নিয়ে উপস্থাপনা প্রদান করেন। তিনি জানান, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ সময়কালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে মোট ১,৪৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সভায় বক্তারা গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, অবকাঠামোগত সহায়তা এবং ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পটি গ্রামীণ জনগণের জন্য স্বল্প ব্যয়ে, সহজলভ্য ও দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ তৈরি করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত