• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের গণমিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চেঙ্গী স্কয়ার থেকে গণজমায়েত শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম এবং খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাউসার আজিজী।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অতীতের গণহত্যার বিচার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ছাড়া বিকল্প নেই। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নিয়ে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যমান নির্বাচন ব্যবস্থা জনগণের অধিকার হরণ করছে। তাই জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন জরুরি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের মুক্তির সনদ  ৩১ দফা: মাহমুদুর রহমান
জনগণের মুক্তির সনদ ৩১ দফা: মাহমুদুর রহমান
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ