• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ, বরখাস্ত ২ দেশের কোচ

স্পোর্টস ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও পেরু বিশ্বকাপ মূলপর্বে ওঠার সুযোগ হারিয়েছে। এই ব্যর্থতার পর উভয় দেশের কোচকে বরখাস্ত করা হয়েছে।

লাতিন অঞ্চলের বাছাইয়ে খেলা ভেনেজুয়েলা একমাত্র দেশ যারা কখনোই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারও সেই আশাটুকু বাঁচিয়ে রাখতে শেষ রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে তাদের জিততেই হতো। কিন্তু ভেনেজুয়েলা ম্যাচটি হেরে যায় ৬-৩ গোলে। ফলে আরও একবার তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। বাছাইয়ের ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলার অবস্থান অষ্টম। সাতে থাকলেই তারা প্লে-অফ খেলে বিশ্বকাপে ওঠার দ্বিতীয় সুযোগটা পেত।

ভেনেজুয়েলার ম্যাচ হারই কেবল তাদের বিশ্বকাপ মিশন থামিয়ে দেয়নি, একইসঙ্গে বলিভিয়া ব্রাজিলকে ১-০ গোলে হারানোয় সপ্তম স্থানটি তাদের দখলে চলে গেছে। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট পেয়েছে বলিভিয়া। ভেনেজুয়েলার শেষ আশাটুকুও আর বেঁচে না থাকার দায় নিয়ে কোচ ফার্নান্দো বাতিস্তা চাকরি হারিয়েছেন। দেশটির ফুটবল ফেডারেশন ৫৫ বছর বয়সী কোচের ২০ মাসের যাত্রা শেষের বার্তায় লিখেছে, ‘এই চক্রে (বাছাইপর্বে) উদ্দেশ্য পূরণ ও কাঙ্ক্ষিত ফল না মেলায় তাকে বরখাস্ত করা হয়েছে।’

অন্যদিকে, পেরু বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে টেবিলের নয় নম্বরে থেকে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১২। তাদের নিচে আছে কেবল চিলি। বাছাইয়ের লড়াই শেষ হওয়ার পরই কোচ ওস্কার ইবানেজের সঙ্গে পথচলায় ইতি টেনেছে পেরু। ৫৮ বছর এই কোচ জর্জ ফোসাতিকে বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন। ইবানেজের অধীনে ৬ ম্যাচে কেবল একটি জয় পেয়েছে পেরু। দেশটি সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছিল।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে, যেখানে লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬টি দলের খেলার কোটা রয়েছে। বাছাইপর্ব শেষে ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা মূলপর্ব নিশ্চিত করেছে। প্লে-অফ খেলে সপ্তম দল হিসেবে উঠতে পারবে বলিভিয়া।

লাতিন অঞ্চলের ১৮ রাউন্ডের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে আছে ইকুয়েডর (২৯ পয়েন্ট), উরুগুয়ে (২৮), কলম্বিয়া (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ে (২৮)। চারটি দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে অবস্থান নির্ধারণ হয়েছে তাদের।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
শ্রীলঙ্কার কাছে হেরেও আশা হারাচ্ছেন না জাকের
শ্রীলঙ্কার কাছে হেরেও আশা হারাচ্ছেন না জাকের