• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার জলাবদ্ধতার মূল কারণ জানালো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন জানিয়েছেন, রাজধানীতে জলাবদ্ধতার মূল কারণ হলো নালায় পলিথিন, প্লাস্টিকসহ নানা ধরনের আবর্জনা ফেলা। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়, ফলে খাল বা জলাধারে পানি নামতে পারে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গুলশানে নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নালা পরিষ্কার করার কয়েক মাস পরই আবার আগের অবস্থায় ফিরে আসে, যদি বর্জ্য ফেলা বন্ধ না করা হয়।”

সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম বলেন, খাল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। “আমাদের প্রবণতা হচ্ছে খালে যেকোনো কিছু ফেলে দেওয়া। এ অভ্যাস না বদলালে খাল আবারও ময়লা-আবর্জনায় ভরে যাবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর রেকর্ড বৃষ্টিপাতের পরও জলাবদ্ধতার স্থান ও কারণ যথাযথভাবে চিহ্নিত করে কাজ করা এবং গত ছয় মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৯৬ কিলোমিটার খাল খনন ও ২২০ কিলোমিটার নালা পরিষ্কারের ফলে নগরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিমানবন্দর এলাকায় কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান থাকায় জলাধার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সে এলাকায় জলাবদ্ধতা নিরসন কঠিন হয়ে পড়েছে। এসব প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত, বিশেষ করে জলাধার পুনরুদ্ধার না হলে, স্থায়ী সমাধান সম্ভব নয়। আপাতত ওই এলাকায় জলাবদ্ধতার অস্থায়ী সমাধান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, বিভিন্ন অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারাগণ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা