• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগের একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬২ জনে।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১ হাজার ৪৬ জন ঢাকার বাইরের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি