• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

রাজশাহী পদ্মা নদীতে লাইফ জ্যাকেট ছাড়া ঝুঁকিপূর্ণ নৌভ্রমণে দর্শনার্থীরা

রাজশাহী ব্যুরো    ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ভরা পদ্মায় লাইফ জ্যাকেট ছাড়া ঝুঁকি নিয়ে নৌকা ভ্রমণ করছেন দর্শনার্থীরা। ফলে বাড়ছে নৌ-দুর্ঘটনার ঝুঁকি। এমন পরিস্থিতিতে দর্শনার্থীরা বলছেন- ‘অল্প সময়ের ভ্রমণের কারণে ব্যবহার করেন না লাইফ জ্যাকেট।’ আর নৌকা চালকরা বলছেন- ‘তাদের নৌকায় কমবেশি থাকে লাইফ জ্যাকেট। কেউ পাে, কেউ পাে না।’

রাজশাহীর পদ্মা পাড়ে পর্যটন স্পটগুলোতে বিনোদনের খোরাক মেটাতে ঘুরতে যান দর্শনার্থীরা। দর্শনার্থীরা- ভরা পদ্মায় নৌকা ভ্রমণ আর শুকনা পদ্মায় বালুর উপরে হেঁটে বিনোদনের খোরাক মেটায়। তবে ভরা পদ্মায় অনেকেই নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন। কেউ একা, কেউ বা পরিবারসহ। তবে বিশেষ করে পদ্মা নদীপাড়ের টিঁ-বাঁধ (টি গ্রোয়েন), আই-বাঁধ, পদ্মা গার্ডেনসহ বিভিন্ন বিনোদন ¯পটগুলো থেকে লাইফ জ্যাকেট ছাড়া দর্শনার্থীরা নৌকা ভ্রমণ করছেন।

আই-বাঁধে গিয়ে দেখা গেছে- দর্শনার্থীরা বিনোদনের জন্য নৌকা ভ্রমণ করছেন। কিন্তু কোনো নৌকার চালক বা ভ্রমণকারীরা লাইফ জ্যাকেট পরেননি। এমন বেশি কিছু নৌকা দেখা গেছে। তবে কিছু কিছু নৌকায় ভ্রমণকারীদের লাইফ জ্যাকেট পরতে দেখা গেছে।

নৌকা ভ্রমণকারী নাফিসা ইসলাম বলেন, পদ্মায় পানির তেমন ঢেউ নেই। শান্ত পানি। এতে নৌকায় চলাচল করলে সমস্যা হওয়ার কথা নয়। আর অল্প সময় ভ্রমণ করেছি; তাই লাইফ জ্যাবেট পরিনি। রাকিব নামের অপর ভ্রমণকারী বলেন, নৌকার চালকরাও দেয় না; আর আমরাও চাইনি। অনেকেই বলেন লাইফ জ্যাকেট পরতে। কিন্তু আমরা তেমন পরিনা। সেই জায়গা থেকে নৌকা চালকদের আগ্রহ কম।

নাম প্রকাশ না করার শর্তে নৌকা চালক বলেন, নৌকার মধ্যে লাইফ জ্যাকেট আছে। কিন্তু নিজের পরা হয় না। আবার যারা নৌকায় উঠে তাদের পরতে বললে অনেকেই নেয় না। অভ্যাস করলে ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে রাজশাহী নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, আমাদের নৌ-পুলিশ ডিউটি করে। আমরা অনিরাপদ ভ্রমণ যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক করি। আমাদের অনুপস্থিতিতে হয়ত এমন হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। সব নৌকায় যেন লাইফ জ্যাকেট নিশ্চিত করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ