• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু নির্বাচন

অনিয়ম, পোলিং অফিসার প্রত্যাহার

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করেন।

সকালে কার্জন হলের অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহের অভিযোগ ওঠে পোলিং অফিসার জিয়াউর রহমানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা বুথ পরিদর্শন করলে অনিয়মের সত্যতা পাওয়া যায় এবং জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী এই ঘটনা অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২০,৯১৫ জন ও নারী ভোটার ১৮,৯৫৯ জন।

ডাকসু নির্বাচনে মোট ২৮ পদের জন্য ৪৭১ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। মূল পদগুলোতে প্রতিযোগিতার সংখ্যা: সহসভাপতি (ভিপি) ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন।

অন্যান্য পদে প্রতিযোগিতার সংখ্যা যথাক্রমে: কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ১৫ জন। এছাড়া ১৩টি সদস্যপদের জন্য সর্বোচ্চ ২১৭ জন লড়ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে সান্ধ্যকালীন কোর্সের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে কমিটি গঠন
ইবিতে সান্ধ্যকালীন কোর্সের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে কমিটি গঠন
ছাত্রদল সমর্থিত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলন
ছাত্রদল সমর্থিত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলন
তানোরে প্রতিকেজি আলুতে কৃষকের লোকসান ১৯ টাকা!
তানোরে প্রতিকেজি আলুতে কৃষকের লোকসান ১৯ টাকা!