• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী: মির্জা ফখরুল বাংলাদেশ লেবার পার্টির ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি বিএনপি প্রথমে কোনো সংস্কারই চাচ্ছিল না : তাহের এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব : রিজওয়ানা হাসান প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি শাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসহীন- নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের ইচ্ছায় নয়, প্রতীক নির্ধারিত হবে দলের ইচ্ছায়

ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র নাজমুল বাঁচতে চায়

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
নাজমুল হোসেন । ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর হরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র নাজমুল হোসেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে দ্রুত রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সে উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মো. ইসলাম মন্ডলের ছেলে।

দরিদ্র পরিবারের পক্ষে নাজমুলের চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তার পিতা মো. ইসলাম মন্ডল একজন সাধারণ ভ্যানচালক সংসারের দৈনন্দিন খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে সন্তানের ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ছোটবেলা থেকেই নাজমুলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ। স্বপ্ন ছিল একদিন ডাক্তার হয়ে সমাজের সেবা করবে। কিন্তু আজ সেই স্বপ্ন থেমে যেতে বসেছে শুধুমাত্র অর্থের অভাবে।
তাই সমাজের সকল সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের প্রতি পরিবারটি সহানুভূতি এবং সহযোগিতা কামনা করেছেন।আপনারা যদি যার যার সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো নাজমুল আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

নাজমুলের চিকিৎসার জন্য যারা সাহায্য করতে ইচ্ছুক, তারা বিকাশ নাম্বারে অর্থ পাঠাতে পারেন: বিকাশ নম্বর: 01874802351 (নাজমুল হোসেনের পিতা – মো. ইসলাম মন্ডল)। আপনাদের সামান্য সহযোগিতা একটি জীবন বাঁচাতে পারে। সাহায্য পাঠানোর আগে যাচাই করে নিতে পারেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার