• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে প্রভাষকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পি.এম.
হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দ্বীন ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ) রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফজলু মিয়া (২২) ওই মামলার আসামি। সে হোসেনপুর পৌর এলাকার বাসিন্দা।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সাথে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাক বিতন্ডা হয়। এরই ধারাবাহিকতায় ওই শিক্ষক কলেজ থেকে বের হওয়ার সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন প্রভাষক দীন ইসলাম। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রাক-নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও কাজী নাহিদ ইভা, এসিল্যান্ড মোহসী মাসনাদ ও অফিসার ইনচার্জ মারুফ হোসেন ঘটনাস্থলে এসে দোষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
 
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, ওই মামলার  ঘটনায় দীন ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সে প্রেক্ষিতে ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারে সচেষ্ট রয়েছেন পুলিশ।

ভিওডি বাংলা/ মোঃ শামছুল হক / আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ