কর ফাঁকির দায় স্বীকার করে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ


কর ফাঁকির দায় স্বীকার করে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ও লেবার পার্টির উপনেতা অ্যাঞ্জেলা রেইনার পদত্যাগ করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্ত জানান।
প্রায় ৪০ হাজার পাউন্ড (৫৪ হাজার ডলার) কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বাধীন তদন্ত কমিশন রেইনারকে মন্ত্রিসভার আচরণবিধি ভঙ্গ করেছেন বলে রায় দেয়। শুরুতে স্টারমার রেইনারকে সমর্থন করলেও শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হলো। এ ঘটনাকে স্টারমারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পদত্যাগপত্রে রেইনার লেখেন, “নতুন বাড়ি কেনার পর কর-সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ না নেওয়ায় অনুতপ্ত… আমি এই ভুলের সম্পূর্ণ দায় নিচ্ছি।” তিনি তদন্তের ফলাফল ও পরিবারের ওপর প্রভাব বিবেচনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
স্টারমার এক প্রতিক্রিয়ায় বলেন, রেইনারকে হারিয়ে তিনি দুঃখিত। তাকে তিনি বিশ্বস্ত সহকর্মী ও প্রকৃত বন্ধু হিসেবে বর্ণনা করেন। যদিও মন্ত্রিসভায় থাকবেন না, তবু দলে রেইনার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে থাকবেন বলেও জানান তিনি।
রেইনারের পদত্যাগের পর স্টারমারের মন্ত্রিসভায় বড় ধরনের পুনর্গঠন চলছে। কমন্সের নেতা লুসি পাওয়েল ও স্কটল্যান্ড সচিব ইয়ান মারেও সরকার ছাড়ছেন। শুরু থেকেই স্টারমারের মন্ত্রিসভা থেকে আটজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন, যার মধ্যে পাঁচজন নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ১৯৭৯ সালের পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার শুরুতে এত বেশি মন্ত্রী হারাননি।
রাজনীতিতে শ্রমজীবী পরিবারের কিশোরী মা থেকে উঠে আসা রেইনার লেবার পার্টির ডানপন্থি ও বামপন্থি শাখার মধ্যে সেতুবন্ধন হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয়তায়ও তিনি স্টারমারের চেয়ে এগিয়ে ছিলেন। ফলে তার বিদায় লেবার পার্টির জন্য বড় ধাক্কা বলেই বিশ্লেষকদের মত।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/ আরিফ