• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বাঁশখালীতে জাল দলিলের মাধ্যমে দোকান দখলের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী গুনাগারীতে জাল দলিলের মাধ্যমে দোকান জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত তিন পরিবার সদস্যরা। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গুনাগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অংশ নেন আক্তার উদ্দিন, কমর উদ্দিন ও নুরুল আমিনের পরিবারের সদস্যরা। 

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, পশ্চিম গুনাগরী এলাকার মিজান নামের এক ব্যক্তি তাদের দোকানের ভাড়াটিয়া ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি কৌশলে জাল দলিল তৈরি করে ওই ৬টি দোকান দখল করে নেন। 

অভিযুক্ত মিজান, কালীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম গুনাগরী এলাকার মামুনুর রশিদের ছেলে এবং দোকান মালিক আকতার উদ্দিন, কমর উদ্দিন ও নুরুল আমিন কালীপুর ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

ক্ষতিগ্রস্তরা জানান, “আমরা দীর্ঘদিন ধরে বৈধ মালিক হিসেবে দোকান পরিচালনা করছি। মিজান ভাড়াটিয়া হলেও এখন জাল কাগজপত্র দেখিয়ে মালিকানা দাবি করছে। এতে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম অসহায় অবস্থায় রয়েছি। যখন দোকানে লুটপাট চলায় সাথে সাথে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানিয়েছি। পুলিশ আসতে আসতে দোকান লুটপাট করে তালা লাগিয়ে দেয়। 

এই বিষয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক এবং দোষীর শাস্তি নিশ্চিত করা হোক।”

অভিযোগকারীরা আরও বলেন, এ ধরনের জালিয়াতি শুধু তাদের পরিবার নয়, পুরো সমাজের জন্য হুমকি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এ ধরনের ঘটনা বারবার ঘটবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।
তারা অবিলম্বে জবর দখল বন্ধ, জাল দলিল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বৈধ মালিকদের দখল ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বাঁশখালী থানার পরিদর্শক ( তদন্ত) সুধাংশু শেখার হাওলাদার বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছে কিনা খতিয়ে দেখা হবে। অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ