• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথম ঘণ্টায় ৫০০ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
প্রতীকী ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩ সেপ্টেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সবগুলো মূল্যসূচক উত্থানের মধ্যে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দ্বিগুণের বেশি সংখ্যকের শেয়ারের দর বেড়েছে।

প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জের লেনদেন ৫১৭ কোটি ৮১ লাখ টাকা ছাড়িয়েছে। মাত্র দুই মাস আগে, ডিএসইর পুরো দিনের লেনদেন কখনো কখনো ৫০০ কোটি ছাড়াতো না। গতকাল একই সময়ে লেনদেন হয়েছিল ৩৩৭ কোটি ৪৮ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫,৬৪৪ পয়েন্টে পৌঁছেছে। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২,১৯৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১,২৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২০টির শেয়ারের দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ৭২টির অপরিবর্তিত ছিল।

প্রথম ঘণ্টার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ারের মাধ্যমে, যার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। গতকাল একই সময়ে শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক, লেনদেনেও গতি
১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক, লেনদেনেও গতি
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হবে
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হবে
আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার