• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী: মির্জা ফখরুল বাংলাদেশ লেবার পার্টির ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি বিএনপি প্রথমে কোনো সংস্কারই চাচ্ছিল না : তাহের এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব : রিজওয়ানা হাসান প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি শাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসহীন- নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের ইচ্ছায় নয়, প্রতীক নির্ধারিত হবে দলের ইচ্ছায়

এলাকায় সংবর্ধিত সাবেক যুবদল নেতা

রাজবাড়ী প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পি.এম.
আকরাম হোসেন মুরাদ। ছবি: ভিওডি বাংলা

দীর্ঘ প্রায় ১৪ বছর পর নিজ এলাকায় ফিরলেন রাজবাড়ীর বৃহত্তর পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজবাড়ীতে পৌঁছালে কালুখালী চাঁদপুর রেলক্রসিং এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। পরে মোটরসাইকেল বহরে তিনি পাংশা পৌর এলাকার কালীবাড়ী মোড়ে আয়োজিত এক পথসভায় যোগ দেন।

পথসভায় বক্তব্য রাখেন বৃহত্তর পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, কারা নির্যাতিত জেলা ছাত্রদল নেতা মো. সজীব রাজা এবং পাংশা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম।

পথসভায় আকরাম হোসেন মুরাদ বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতন ও নিপীড়নের কারণে একাধিক চাঁদাবাজি ও অস্ত্র মামলায় আসামি করা হয়েছিল আমাকে। শারীরিকভাবেও নির্যাতন করা হয়। তাই বাধ্য হয়ে প্রায় ১৪ বছর আগে নিজ জন্মভূমি ছেড়ে ফেরা‌রি হয়েছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যাদের কারণে দেশ ছাড়তে হয়েছিল, আজ তারাই শেখ হাসিনাসহ দেশ ছেড়ে পালিয়েছে।”

পথসভা শেষে নেতাকর্মীরা পাংশা পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১১ সালে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ একাধিক মামলায় আসামি হন আকরাম হোসেন মুরাদ। এরপর থেকেই তিনি ফেরা‌রি জীবনযাপন করতে বাধ্য হন। পরবর্তীতে ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এ সময় প্রতিপক্ষের হাতে নির্যাতিত হওয়ার অভিযোগও রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার