• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জয়কে নিয়ে অপু-শাকিব যাচ্ছেন সিঙ্গাপুরে স্কুলে

বিনোদন ডেস্ক    ২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এ.এম.
শাকিব খান, অপু বিশ্বাস, আব্রাম খান জয়- ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। 

অপু জানান, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে শাকিব খানের দুই সন্তান জয় ও বীর পড়ার কারণে নানা নেতিবাচক ঘটনার পর তিনি ছেলেকে সেই স্কুল থেকে সরিয়ে নেন। এবার সিঙ্গাপুরে একটি স্কুলে জয়কে ভর্তি করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, “জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।”

তিনি আরও জানালেন, এই সিদ্ধান্তটি সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। তবে দেশের বাইরে পড়াশোনার বিষয়টি কিভাবে প্রকাশিত হলো, তা তিনি জানেন না।

অপু স্পষ্ট করেননি, সিঙ্গাপুরে স্থায়ীভাবে থাকবেন কি না, তবে এটিকে ব্যক্তিগত বিষয় হিসেবেই রাখলেন।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে অপু বিশ্বাস ছেলে জয়কে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই সিঙ্গাপুর ভ্রমণ করেছেন এবং সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় : সামিরা
ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় : সামিরা
তাহসানের সংগীতজীবনের ২৫ বছর পূর্তি
তাহসানের সংগীতজীবনের ২৫ বছর পূর্তি
অপু বিশ্বাস পরিচালনা করবেন প্রিন্স মামুনের সেলুন
অপু বিশ্বাস পরিচালনা করবেন প্রিন্স মামুনের সেলুন