• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাঁদলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    ৩১ আগস্ট ২০২৫, ১০:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে সময়মতো আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেনি বলে কান্নাজড়িত কণ্ঠে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। হামলায় তিনিও আহত হয়েছেন।

রোববার ৩১ আগস্ট দুপুরে ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপ-উপাচার্য বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে গ্রামবাসীর সঙ্গে মিশে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

আহত অবস্থায় আবেগাপ্লুত কণ্ঠে উপ-উপাচার্য বলেন, ‘আমার ছাত্রদের উদ্ধার করতে বলেন। আমি প্রোভিসি আহত, প্রক্টর আহত, শিক্ষকদের মারছে, শিক্ষার্থীদের মারছে। এখনো মারতেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি গাড়ি দিয়ে আহত ছাত্রদের পাঠিয়েছি। এখানে আমাদের ৪০০-৫০০ ছাত্র আহত হয়েছে।’

সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেও সময়মতো তা পাননি অভিযোগ করে উপ-উপাচার্য বলেন, ‘আমরা জিওসির সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি। দুই ঘণ্টা পার হয়ে গেছে, এখনো আমাদের পাশে কেউ আসেনি। আমাদের ছাত্রদের উদ্ধার করতে পারছি না।’

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দুই হাতজোড় করে বলেন, ‘আমি আহত অবস্থায় ছাত্রদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। তোমরা শান্ত থাকো। এলাকাবাসীও শান্ত হোন। এত বছর ধরে এ গ্রামের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, এখন একটা কুচক্র চলছে। তোমরা কারও গায়ে হাত দিও না ভাই। শান্ত হও, শান্ত হও।’

উল্লেখ্য, আজ বিকেল চারটার দিকে সেনাবাহিনী ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন
জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা