• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ০৬:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

লাইট হাউজ-এর সভাপতি প্রফেসর হাবিবা বেগম এর সভাপতিত্বে ৩০ আগস্ট শনিবার সকাল ১১ টায় বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সচিব, পরিচালক (প্রকল্প-১), এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রফেসর মোঃ শওকত আলম মীর, অধ্যক্ষ, সরকারী আজিজুল হক কলেজ, বগুড়া। সভাটি পরিচালনা করেন লাইট হাউজ-এর প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান জনাব মোঃ হারুন অর রশীদ।

সভায় লাইট হাউজ এর নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাড. আল মাহমুদ ও সাধারণ কমিটির সদস্য মোঃ মোজাম্মেল হক এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পূর্ববতী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সংস্থার ২০২৪-২০২৫ বৎসরের কার্যক্রম বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা এবং অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট পর্যালোচনা ও অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ প্রসঙ্গে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ২০২৫-২০২৬ অর্থ বছরের ২০টি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট তিরাশি কোটি সাতষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশত সাতাশ টাকার বাজেট অনুমোদন করা হয়।

অতিথির বক্তব্যে পরিচালক (প্রকল্প-১), এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয় মহোদয় বলেন, ‘লাইট হাউজ’ এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ এ অতিথি হিসেবে অংশগ্রহন করায় আামি অত্যন্ত আনন্দিত এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রকল্পের আর্থিক হিসাব অডিট করানোর সময় সরকারের নির্ধারিত হারে ভ্যাট ও ট্যাক্স সঠিক সময়ে জমাদান করা হয়েছে কি-না তার প্রমাণকসহ এনজিও বিষয়ক ব্যুরো-তে জমাদান করতে হবে। খাতওয়ারী ব্যয়ের ক্ষেত্রে আবেদনে উল্লিখিত অর্থের চেয়ে ১০% এর বেশি যাতে না হয় এবং বেশি হলেও সেক্ষেত্রে রিভাইজড কপি কর্তৃপক্ষের নিকট হতে অনুমোদন গ্রহন করতে হবে। এনজিও কার্যক্রম সরকারেরই একটি অংশ। বর্তমান সরকারের আমলে প্রকল্পের অনুমোদনসহ রেজিষ্ট্রেশন প্রাপ্তির ক্ষেত্রে এনজিও সমূহের সুবিধাকে গুরুত্ব দিয়ে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। 

সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর বলেন, লাইট হাউজ-এর বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি সম্পর্কে জানতে পেরে তিনি খুশি হয়েছেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এ সংস্থা আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। লাইট হাউজ-এর সভাপতি প্রফেসর হাবিবা বেগম বলেন লাইট হাউজ তার কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংস্থার উন্নয়নে উপস্থিত সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করে সভার কার্যক্রম সমাপ্ত করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদিয়া’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান
সাদিয়া’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
ফরিদপুরে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর
ফরিদপুরে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর