• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ ম্যাচের টিকিটের মূল্য ২-৬৯ হাজার টাকা!

স্পোর্টস ডেস্ক    ৩০ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কয়েকদিন পর মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরে তুলনামূলক কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রথম পর্বে লিটন দাসের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে। এই দুই ম্যাচ সরাসরি স্টেডিয়ামে দেখতে চাইলে দর্শকদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে।

বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ১৬ সেপ্টেম্বর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই দুই ম্যাচের টিকিটের দাম একই রেখেছে। নর্থ স্ট্যান্ডে খেলা দেখার জন্য সর্বনিম্ন ২,০৬৮ টাকা (১৭.০০ USD) এবং সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের জন্য ৩,৪৪৭ টাকা।
সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটে, যার মূল্য ৬৮,৯৩০ টাকা (৫৬৬.৭৬ USD) এবং একসাথে চারজন বসে খেলা দেখতে পারবেন। অনলাইনে টিকিট কিনতে এই লিংক ব্যবহার করা যাবে: https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi

এশিয়া কাপ চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ বিকেল ৬:৩০ মিনিটে শুরু হবে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে। একমাত্র ১৫ সেপ্টেম্বরের আবুধাবির ম্যাচ সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে অপরিবর্তিত, শুরু হবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।

টুর্নামেন্টে এবার ৮টি দেশ অংশগ্রহণ করবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত (চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে, আর ফাইনাল হবে দুবাইতে।

ভিওডি বাংলা/জ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডায় নতুন চ্যালেঞ্জে সাকিব
কানাডায় নতুন চ্যালেঞ্জে সাকিব
ফুটবলে নতুন উন্মাদনা ছড়াতে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু
ফুটবলে নতুন উন্মাদনা ছড়াতে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু
বদলেছে এশিয়া কাপের সময়, বাংলাদেশের ম্যাচ কখন?
বদলেছে এশিয়া কাপের সময়, বাংলাদেশের ম্যাচ কখন?