ফুলবাড়ীতে এনসিপি'র হাট বৈঠক অনুষ্ঠিত

 
                                            
                                    
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে খড়িবাড়ী বাজারে লিফলেট বিতরণ ও হাট বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা খড়িবাড়ি বাজারে এ হাট বৈঠক অনুষ্ঠিত হয়।
হাট বৈঠকে বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি ও এনসিপি'র যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল,এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম শাহরিয়ার,কুড়িগ্রাম জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া,ফুলবাড়ী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু,জাতীয় যুব শক্তির উপজেলা নেতা আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।
বক্তারা বলেন, “৫৪ বছর পার হলেও ‘রাজার ছেলে রাজা’ হতেই দেখা যাচ্ছে—জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শাসনব্যবস্থায় পরিবর্তন না এলে সাধারণ মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






