• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চেক জালিয়াতি মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ০৮:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে মমিনুরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে ২০২৪ সালে সাবেক শিবির নেতা মমিনুর রহমানকে ৩০ লাখ টাকা প্রদান করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা এলাকার বাসিন্দা মোখলেছ। সে সময় চার মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেয় মমিনুর। কিন্তু সময় অতিক্রম হলেও সে টাকা ফেরত দেয়নি।

মোখলেছ চেকটি নগদায়নের জন্য ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের মাদারগঞ্জ শাখায় গিয়ে জানতে পারেন মমিনুরের অ্যাকাউন্টে টাকা নেই। এরপর একই বছরের ৯ ফেব্রুয়ারি ৩০ দিনের সময় দিয়ে মমিনুর রহমানকে আইনি নোটিশ দেন। তারপর একই বছরের ১৯ মার্চ মমিনুরের বিরুদ্ধে চেক ডিজ-অনারের একটি মামলা করেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘চেক ডিজ-অনার মামলায় মমিনুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে মমিনুর রহমানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শখে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী
শখে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী
তানোরের পুকুরপাড়ে বস্তায় আদা চাষে কৃষকদের সাফল্য
তানোরের পুকুরপাড়ে বস্তায় আদা চাষে কৃষকদের সাফল্য
রাজশাহী বরেন্দ্র অঞ্চলে ড্রাগন চাষে সাড়া
রাজশাহী বরেন্দ্র অঞ্চলে ড্রাগন চাষে সাড়া