• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১ কোটি চাকরি সৃষ্টিতে প্রস্তুতি রয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ১০:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত ‘রাউন্ড টেবিল অন স্কিলিং বাংলাদেশ: এডভান্সিং দ্য স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম ফর ন্যাশনাল গ্রোথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আমরা হোমওয়ার্ক করে, সম্ভাব্যতা বিশ্লেষণ করে এই প্রতিশ্রুতি দিয়েছি। কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোক্তা তৈরি, রেমিটেন্স বৃদ্ধির জন্য শ্রমিক প্রস্তুতকরণ এবং সৃজনশীল ও ডিজিটাল খাতকে কাজে লাগানো।’

তিনি বলেন, “এই এক কোটি চাকরির বড় অংশ হবে আত্মকর্মসংস্থানভিত্তিক। তরুণদের দক্ষতা বাড়িয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

অর্থনৈতিক উন্নয়নে স্কিল ডেভেলপমেন্টকে প্রধান খাত উল্লেখ করে তিনি আরও বলেন, “দক্ষতার ঘাটতির কারণে বাংলাদেশে মাঝারি ও উচ্চ পর্যায়ে বিদেশি জনশক্তি নিয়োগ হচ্ছে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।”

তিনি জোর দিয়ে বলেন, শুধু প্রশিক্ষণ কেন্দ্র নয়, বরং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং মানসম্পন্ন সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

আমীর খসরু জানান, আত্মকর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে মাইক্রো বিজনেস ও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তরুণদের এগিয়ে নেওয়াই বিএনপির কর্মসংস্থান পরিকল্পনার মূল কৌশল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি
আইন উপদেষ্টাকে এনসিপির চিঠি
আইন উপদেষ্টাকে এনসিপির চিঠি
৩শ’ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম
৩শ’ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম