• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বান্দরবানে নাগরিক পরিষদের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৭:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা চালু করা ও তথাকথিত রাজার সনদ বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন।

সঞ্চালনায় ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল, জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বান্দরবান জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছর, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা,রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা চালু করা ও তথাকথিত রাজার সনদ বাতিল অতি বিলম্বে করতে হবে। তা না হলে নাগরিক পরিষদের নেতাকর্মীরা অতি শীঘ্রই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে এবং জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার মত কর্মসূচি ঘোষণা করবে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০