• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাতকে গালির ব্যাখ্যায় যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে গালি দিয়ে করা পোস্টের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রুমিন ফারহানা। তার ওই পোস্টের পর দেশব্যাপী সমালোচনার জন্ম দিলে, এক টিভি টকশোতে এই ব্যাখ্যা দেন তিনি। 

টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, তার ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্য সরাসরি কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয়। বরং এটি একটি মানসিকতা বা চিন্তাভাবনার প্রতিফলন। তার ভাষায়, ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব। মানে হলো, চিন্তাধারায় একধরনের নীচু মানসিকতা কাজ করে।

রুমিন বলেন, তাদের কথাবার্তা স্লাম এলাকায় ব্যবহৃত ভাষার মতো। কেউ এদের ফকিন্নি বলে, কেউ বস্তির ভাষা বলে, কেউ কাচড়া বলে সেটা তাদের আচরণ থেকেই বোঝা যায়।

 তিনি বলেন, ওরা যে ভাষায় স্লোগান দেয়, প্রতিপক্ষকে আক্রমণ করে বা ফ্রেম করে, সেটা বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যখন বলি ‘ফকিন্নির বাচ্চা’, তখন তার নিচে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যাবে, কে কাকে ইঙ্গিত করছে। আমার আওয়ামী লীগের সম্পাদক হওয়া নিয়ে ওরা যে ভাষায় কথা বলেছে, তার প্রেক্ষিতে আমি প্রতিক্রিয়া দিয়েছি।

এর আগে, হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে আখ্যায়িত করেন। এর প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা নিজের ফেসবুক পোস্টে হাসনাতকে কটাক্ষ করেন এবং অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার ছবি যুক্ত করে প্রশ্ন তোলেন তার রাজনৈতিক অবস্থান নিয়ে। 

যদিও খোঁজ নিয়ে দেখা যায়, রুমিন ফারহানা শেয়ার করা ছাত্রলীগের সেই প্যাডটিই ভুয়া। এর আগে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়েও এরকম ছাত্রলীগের ভুয়া প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, অনেকেই মজাচ্ছলে ছাত্রলীগের এই একই প্যাডটিতে ফুটবলার লিওনেল মেসির নাম যুক্ত করেও ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ, ২০২২ সালে ছাত্রলীগের কমিটিতে হাসনাতের পোস্টের সেই ভুয়া প্যাড এবার শেয়ার করলেন রুমিন ফারহানা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি
ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি
জামায়াতের হাতেই স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ : আতাউর
জামায়াতের হাতেই স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ : আতাউর
পিআর নির্বাচনের পক্ষে নই: মান্না
পিআর নির্বাচনের পক্ষে নই: মান্না