• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত

পুলিশের লাঠিচার্জে ১৫ শিক্ষক আহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০১:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪/১৫ জন শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ৬টায় উখিয়া-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সকাল ৬টা থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া, কুতুপালং ও লম্বাশিয়া সড়কে তিনটি ভাগে ভাগ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। এ সময় উখিয়া থানা পুলিশ সদস্যরা তাদের আন্দোলনে বাধা দেন। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। এতে লাঠিচার্জে ১৪/১৫ জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, শিক্ষকরা আন্দোলনের নামে সড়ক অবরোধ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। জননিরাপত্তার কারণে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় ৭/৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
ডা. রফিক স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে