• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতে আটক ৩৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০৬:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া ৩৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া -৪৭ বিজিবির অধীনস্থ গাংনী কাজিপাড়া সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, কয়েক বছর আগে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের পানিপথসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করেছিলেন। সম্প্রতি তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ তাদের ছবি ও নাম-ঠিকানা সংগ্রহ করে বিজিবির কাছে পাঠায়। বিজিবি সরেজমিন তদন্ত শেষে ৩৯ জনের পরিচয় নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়।
 
পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের  সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে শারীরিক পরীক্ষা করায়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশে অভ্যন্তরে সাতকবর নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ সাদ্দাম হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ বানী ঈসরাইল,বিজিবি কাজীপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আসাবুর রহমান, বিএসএফ এর গান্দিনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি সুনিল পতাকা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, ‘সরেজমিন তদন্তে তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছে বিজিবি। পরবর্তীতে মঙ্গলবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত এনে আমাদের থানায় হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত