• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০১:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খন্দকার মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার আগে বালিয়াকান্দি পৌর চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম মিজানুর রহমান বিল্লাল, মনিরুজ্জামান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মণ্ডল, সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ শাজাহান এবং বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রবাসী মাসুম শেখ আগে সর্বহারা পার্টির সদস্য ছিলেন। বিদেশে যাওয়ার আগে নানা অপকর্মে জড়িত ছিলেন এবং মিথ্যা মামলা দিয়ে খন্দকার মশিউল আজম চুন্নুর কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করেছিলেন। বিদেশ থেকে ফেরার পর চুন্নু সেই টাকা ফেরত চাইলে উল্টো চুন্নু ও তার ছেলে সহ ৮ জনের বিরুদ্ধে ‘মিথ্যা চাঁদাবাজি মামলা’ করেন মাসুম শেখ। বক্তারা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) ইতালি প্রবাসী মাসুম শেখের উপর হামলার ঘটনায় তার স্ত্রী ও উপসহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি আমলী আদালতে খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবং গত ১৮ আগস্ট দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চুন্নু ও তার ছেলে সহ ৮ জনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রবাসী মাসুম ও তার পরিবারের লোকজন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলেন নজরুল ইসলাম চৌধুরী
গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলেন নজরুল ইসলাম চৌধুরী
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন