• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু নির্বাচন

গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেলের নেতৃত্বে ইমি-মেঘমল্লার

ঢাবি প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখনও তারা প্যানেলের নাম ঘোষণা করেননি।

জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামসুন্নাহার ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। আর জিএস পদে প্রার্থী হচ্ছেন ছাত্র ইউনিয়নের ঢাবির সভাপতি মেঘমল্লার বসু। জাবির আহমেদ জুবেল এজিএস পদে ফরম নিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম নেন তারা৷

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এ সময় তিনি জানান, আগামীকাল মঙ্গলবার জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

গণতান্ত্রিক ছাত্র জোটের দাবিগুলো হলো:

১. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সকল নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।

২. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিবিধ হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।

৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়ম-নীতি কী হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।

৪. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত পনেরো দিন আগে থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপার্যপ্ততা দূর করতে হবে।

৫. অনলাইনভিত্তিক গুজব ও ডিসইনফরমেশানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সকল গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; এবং

৬. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।

এজিএস জাবির আহমেদ জুবেল, মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন মোজাম্মেল হক ফর্ম সংগ্রহ করেছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় ইবির ১৯ শিক্ষক শোকজ
জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় ইবির ১৯ শিক্ষক শোকজ
৬৫ বছরের স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের যাত্রা
৬৫ বছরের স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের যাত্রা
ভুয়া ফেসবুক পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ইবি উপাচার্য
ভুয়া ফেসবুক পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ইবি উপাচার্য