• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০২:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে হৃদয় আলী  নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় উপজেলার এলঙি পাড়া  এলাকার ইউনুস আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট )  সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ সংলগ্ন  পদ্মার চরের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম।  লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রিদয়ের বাবা ইউনুস আলী জানান, রবিবার বিকেলে  ভাড়ার উদ্দেশ্য বের হয়ে নিখোঁজ হয় রিদয়। জড়িতরা কলা আনার কথা বলে পদ্মার চরে নিয়ে হত্যা করে রিদয়কে। রিদয়ের বাবার দাবি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্য হত্যা করা হয় তার সন্তানকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাই, গতকাল রবিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আর ফেরেনি রিদয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান মেলেনি। স্থানীয়রা পদ্মার চরে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে রিদয়ের পরিবার তার লাশটি শনাক্ত করে। এ ঘটনায় জড়িতদের ফাঁসি চান স্থানীয়রা।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম ইসলাম জানান, জড়িত সন্দেহ চারজনকে আটক করা হয়েছে।  মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।


 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
ডা. রফিক স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ