• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে পেশাদার সাংবাদিক সমাজের আয়োজনে আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) দুপুরে তাড়াশ পাবলিক লাইব্রেরী চত্বরে মানববন্ধন শেষে পাবলিক লাইব্রেরী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সাপ্তাহিক চলনবিলবার্তার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমার দেশের প্রতিনিধি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, সমকালের প্রতিনিধি অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল, কালের কণ্ঠের প্রতিনিধি  সনাতন দাশ, ইত্তেফাকের সংবাদদাতা গোলাম মোস্তফা, আমাদের নতুন সময় প্রতিনিধি শামিউল হক শামীম, নয়াদিগন্ত প্রতিনিধি লুৎফর রহমান, মানবজমিন প্রতিনিধি এম এ মাজিদ, মানবকণ্ঠ প্রতিনিধি সোহেল রানা সোহাগ, কালবেলা প্রতিনিধি হাদিউল হৃদয়, ঢাকা প্রতিদিনের সাব্বির মির্জা প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারের আর্থিক সুরক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেন।  


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি