মানিকছড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা


ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির হতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নানা স্লোগানে শোভাযাত্রাটি মানিকছড়ি বাজার সড়ক হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে আবারো কেন্দ্রীয় মন্দির এসে শেষ হয়।
এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা হিন্দু উন্নয়ন সংসদের সভাপতি বাবুল দেওয়ানজী, সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, সাধারণ সম্পাদক বিশেশ্বর মল্ল বিষু, অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার নাথ, সন্তোষ কুমার চৌধুরী, সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মিলন কান্তি দে, সদস্য সচিব আশিষ বরণ সেন ও মানিকছড়ি সৎসঙ্গের সভাপতি তুষার পালসহ বিভিন্ন মঠ, মন্দিরের পুরহিত, সকল মন্দিরের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ ও সহস্রাধিক ভক্তবৃন্দ।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে সমাজ ও ধর্মীয় সংগঠক রবীন্দ্র ত্রিপুরার পরিচালনায় ধর্মীয় রচনা প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রসঙ্গত, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। সনাতন সম্প্রদায়ের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
ভিওডি বাংলা/ এমএইচ