• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বাঁশখালী জলদী পৌরসভা সৈয়দ বাহার উল্লাহ পাড়ার শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদ ও বাঁশখালী প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আলহাজ্ব লেয়াকত আলী চেয়ারম্যান এর পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

শুক্রবার(১৫ আগষ্ট) বিকেলে ওমান প্রবাসী ও প্রবাসী কল্যাণ পরিষদ এর নির্বাহী সদস্য দিদারুল ইসলাম সার্বিক সহযোগিতায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, বাঁশখালী প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য সাকের উল্লাহ, শফি, কালু, মোস্তাফিজ, ইউসুফ আলী, রেজাউল করিম, হেলাল, বেলাল, রায়হান,  ইউনুচ, বেলাল, আজিজ, রাশেদ, জাকের হোসেন, রমজান আলী, মানিক, মো: হোসেন, রবিউল আলমসহ নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তব্যে বাঁশখালী প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, শত নির্যাতনেও বেগম খালেদা জিয়া মনোবল হারাননি। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ও দলের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তিনি কখনো স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার কাছে মাথা নত করেননি। আপনার যার যার অবস্থান থেকে আমাদের সকলের প্রিয় ভাই আলহাজ্ব লেয়াকত আলী চেয়ারম্যান এর জন্য দোয়া করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা