• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টুঙ্গিপাড়ায় কড়া নিরাপত্তা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকেই সমাধিসৌধ এলাকা ও আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়, পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ সড়ক, বঙ্গবন্ধুর সমাধিসৌধ সড়ক ও বাইপাস সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ এবং এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশদ্বারের মধ্যে শুধুমাত্র ১ নম্বর গেট খোলা রয়েছে। এ গেটের সামনে প্রিজন ভ্যান ও অত্যাধুনিক নিরাপত্তা যানবাহন নিয়ে পুলিশ মোতায়েন রয়েছে। ২ ও ৩ নম্বর গেটে পুলিশ পাহারার পাশাপাশি ওই এলাকাগুলোর দোকানপাট আংশিকভাবে খোলা দেখা গেছে।

গোপালগঞ্জ জেলা সদরে ও জেলার অন্যান্য স্থানে একইভাবে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘প্রতি বছর নেতাকর্মীদের উপস্থিতিতে নানা আয়োজন হতো। এবার যেন চারপাশে শুধু নীরবতা।’
এক দোকানি বলেন, ‘আগে ১৫ আগস্টে প্রচুর ভিড় হতো, বেচাকেনাও ভালো চলত। কিন্তু সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এবার তেমন কেউ আসেনি। তবুও দোকান খুলে বসে আছি।’

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান,  ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে আতিকের লিফলেট বিতরণ ও আলোচনা সভা
নাগরপুরে আতিকের লিফলেট বিতরণ ও আলোচনা সভা
মানুষের অন্তরের সাথে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি: ফিরোজী
মানুষের অন্তরের সাথে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি: ফিরোজী
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শোকজ ঘিরে বিতর্ক
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শোকজ ঘিরে বিতর্ক