নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা


নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজার গ্রামের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি আয়োজনে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। আশা করি ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশ নির্বাচন সম্পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরানো ঠিকানায় চলে যাব।’
গাজীপুর সাংবাদিক হত্যা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কোনো নিরাপরাদ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ। যে সকল সাংবাদিক হত্যা হয়ে এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগামী দিনেও যে কোনো অপরাধ ও মবের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অনুসরণ করছি।’
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সাম্প্রদায়িকতা ক্যান্সারের মত কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ সকলের। সত্যতা ধর্মপরায়ণতা একটা জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছেড়ে দিলে পাতালে চলে যাবেন। দেশের স্বার্থে আমরা ঐক্য বদ্ধ।’
এর আগে তিনি ২৫ কোটি টাকা ব্যয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বিদের নিয়ে।
ভিওডি বাংলা/ এমপি