• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাবি ছাত্রী লিজার মৃত্যু

হৃদপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমেছিল

ঢাবি প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৪:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আসমা আক্তার লিজা হৃদপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিজা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রী এবং তার বাড়ি নাটোর জেলায়।

তার সহপাঠীদের একজন জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তিনি হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান, তার হৃদপিণ্ডে টিউমার রয়েছে। পরে তাকে দ্রুত গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
নটর ডেমে ভর্তি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড়
নটর ডেমে ভর্তি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা